Posts

Showing posts from July, 2019

রহস্যময়ী নারী মিন্নির অপরাধ প্রক্রিয়া সংক্ষেপ

Image
রহস্যময়ী নারী মিন্নির অপরাধ প্রক্রিয়া সংক্ষেপ- ১। প্রায় ১০ মাস আগে গোপনে সন্ত্রাসী প্রেমিক নয়ন বন্ডকে বিয়ে করে। ২। বিয়ে গোপন করে এবং ১ম স্বামীকে তালাক না দিয়ে ২য় বিয়ে করে। ৩। তার কোন অপরাধ ছিলো না। সে ২য় বিয়ে করতে বাধ্য হয়েছে এটা নয়ন বন্ডকে বুঝিয়ে তার সাথেও সম্পর্ক চলমান রাখে। অর্থাৎ দুই স্বামীকে মেইনটেইন করে। স্বামী রিফাত কলেজে নামিয়ে দিয়ে গেলে কলেজ টাইম ১ম স্বামীর সাথে কাটিয়ে সঠিক সময়ে কলেজে এসে যথারীতি ২য় স্বামীর বাইকে বাসায় চলে আসে। ৪। স্বামী রিফাত কিছুটা আচ করতে থাকলে মিন্নির সাথে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে রিফাত স্ত্রীকে লাথি মারে। তখন মিন্নি মারের পরিবর্তে ঝাল দেখানোর চিন্তা করে। ৫। নয়ন বন্ডকে মিন্নি বিষয়টা জানায় এবং উচিত শিক্ষা দেওয়ার জন্য বলে ও পরিকল্পনা করে। ৬। বাকিটা সবাই জানে (ঘটনার দিন)। এ থেকে শিক্ষা : অপরাধী কখনো আইনের বাহিরে জেতে পারবে না সে যত বড় মেধাবী হোক না কেন অপরাধ করলে শাস্তির আওতায় আসবেই। সংগ্রীহিতঃঃঃঃঃঃ