সুমি এবার নবম শ্রেণীতে পড়ে। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ১টা ছেলে তার দিকে তাকিয়ে থাকে সে লক্ষ করে। ছেলেটির নাম সুমন। 👇 সুমন প্রায় ১ বছর ধরে ভালবাসে সুমিকে, কিন্তু বলতে পারে না। কারণ সুমি খুব ধনী পরিবারের মেয়ে। আর সুমন গরিবের ছেলে। এক দিন সুমন সাহস করে বললো, "আমি আপনাকে ভালবাসি। জানি আপনি আমায় ভালবাসতে পারবেন না। কারণ আমি গরিব" কথাগুলো বলে সুমন চলে গেল। এই ভাবে ১টা বছর চলে গেল। এখন দশম শ্রেণীতে সুমি। সে লক্ষ করে আজও সুমন তার জন্য রাস্তায় অপেক্ষা করে। সুমি আস্তে আস্তে সুমনের প্রেমে পড়ে যায়। তাই সুমি বলে দিলো তার মনের কথা। 👇 দুজনের প্রেম চলতে লাগে ১বছর। এই ১বছরের মাঝে দু'জন কখনো একাকি দেখা করেনি, কেউ কারো হাত ধরে রাস্তাতেও চলেনি। S.S.C পরীক্ষার পড়ে সুমির বিয়ে ঠিক হয়ে যায়। কিন্তু সুমি বিয়েতে রাজি না। কারণ সুমি সুমনকে ছাড়া আর কেউকে নিজের স্বামি হিসেবে গ্রহণ করতে পারবে না। সুমি ফোন কোরলো সুমনকে -হ্যালো সুমন -হ্যা বলো -তুমি আজ রাতে আমাকে পালিয়ে নিয়ে যেতে পারবে? -কেন? হঠাৎ করে কি হল? -আমার বিয়ে ঠিক হয়ে গেছে এই বলে সুমি কেঁদে দিলো। 👇 -কেঁদো...