পায়রা চত্বর বাংলাদেশ, ৩০ বছর আগের ‘‘তিন কোনিয়া
~~ ৩০ বছর আগের ‘‘তিন কোনিয়া মোড়’’ এখন ‘‘পায়রা চত্বর’’ ~~
মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্য ‘‘পায়রা’’। অনেকেই হয়তো জানেন না, এই পায়রার জায়গাতেই আশির দশকের মাঝামাঝি সময় পর্যন্ত একটা তিনতলা ত্রিভুজাকৃতির বিল্ডিং ছিল, যার মালিক ছিলেন অবনী পণ্ডিত নামে এক ভদ্রলোক। ঐ বিল্ডিঙয়েই ছিল রংপুর প্রেসক্লাব। তখন ঐ এলাকাকে বলা হতো প্রেসক্লাব মোড়। এছাড়াও ত্রিভুজাকৃতির ভবনটির কারণে অনেকেই ‘‘তিন কোনিয়া মোড়’’ বলতেন। আবার নৃপেন ঘোষের মিষ্টির দোকানের কারণে ‘‘নৃপেনের মোড়’’ নামটাও চালু ছিল। এখনও অনেকেই বলে থাকেন। যদিও পায়রা চত্বর নামটাই প্রতিষ্ঠা পেয়ে গেছে। এক সময় (এখনও) রংপুরের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র ছিল এই পুরাতন প্রেসক্লাব মোড় বা নৃপেনের মোড়। সন্ধ্যার পরে বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক কর্মীদের মিলন মেলায় পরিণত হতো এলাকাটা। ১৯৮৯-৯০ সালের দিকে এই তিন কোনা বিল্ডিংটা ভেঙে ফেলা হয়।
১৩ বছর আগের পায়রা চত্বরের ছবি তুলেছিলেন তানভীর সিদ্দিকী অন্তর।
সেলিম খান

Comments
Post a Comment