Posts

Showing posts from June, 2019

চাকরির দুহাই দিয়ে বিয়ে না করে যেনা করছে ছেলে মেয়ে এই যেনা করা বন্ধ করেতে হবে।

Image
সক্রেটিস বিয়ে করেছিল ১৮ বছর বয়সে; অ্যারিস্টটল বিয়ে করেছিল ১৭ বছর বয়সে; শেক্সপিয়র বিয়ে করেছিল ১৬ বছর বয়সে; রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিল ১২ বছর বয়সে; মহাত্মা-গান্ধী বিয়ে করেছিল ১৩ বছর বয়সে; বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিয়ে করেছিল ১১ বছর বয়সে;,,,,,,,,,,, .... বিয়ে এদেরকে সফলতা থেকে বঞ্চিত করেনি। একটা বড়ো পার্থক্য হলো এনারা বিয়ে করে সফল হয়েছেন। আর আমরা সফল হয়ে বিয়ে করতে চাই, তাছাড়া সফলতা বলতে আমরা যা বুঝি তাহলো সরকারি চাকরি। সরকারি চাকরি নাই আপনার কপালে বিয়েও নাই। মেয়ের বাবাও দিবে না, আপনার বাবাও দিবে না। তাইলে যা হওয়ার তাই হবে। মেয়েদের পিছনে দৌড়াতে দৌড়াতে নেশা খোর, ধর্ষক, আত্মহত্যা! চলছে, চলবেই, বাড়ছে, বাড়বেই! তাহলে আপনারা ই বলুন ভুল কোথায়? বিখ্যাত হবেন কিভাবে? বাজে চিন্তা লালন করে বিখ্যাত হওয়া যায়? এ জন্য মেয়ের ছেলের বাবাদের বলছি সন্তান প্রাপ্ত বয়স্ক হলে আর দেরি নয়। তাদের ব্যাবস্থা করুন যা প্রয়োজন। প্রতিষ্ঠিত হবো এ আশায় বসে থাকা বেকুবের কাজ। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। ★SK★

ভালোবাসার গল্প । গল্প পড়ে চোখে পানি চলে এল

Image
সুমি এবার নবম শ্রেণীতে পড়ে। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ১টা ছেলে তার দিকে তাকিয়ে থাকে সে লক্ষ করে। ছেলেটির নাম সুমন। 👇 সুমন প্রায় ১ বছর ধরে ভালবাসে সুমিকে, কিন্তু বলতে পারে না। কারণ সুমি খুব ধনী পরিবারের মেয়ে। আর সুমন গরিবের ছেলে। এক দিন সুমন সাহস করে বললো, "আমি আপনাকে ভালবাসি। জানি আপনি আমায় ভালবাসতে পারবেন না। কারণ আমি গরিব" কথাগুলো বলে সুমন চলে গেল। এই ভাবে ১টা বছর চলে গেল। এখন দশম শ্রেণীতে সুমি। সে লক্ষ করে আজও সুমন তার জন্য রাস্তায় অপেক্ষা করে। সুমি আস্তে আস্তে সুমনের প্রেমে পড়ে যায়। তাই সুমি বলে দিলো তার মনের কথা। 👇 দুজনের প্রেম চলতে লাগে ১বছর। এই ১বছরের মাঝে দু'জন কখনো একাকি দেখা করেনি, কেউ কারো হাত ধরে রাস্তাতেও চলেনি। S.S.C পরীক্ষার পড়ে সুমির বিয়ে ঠিক হয়ে যায়। কিন্তু সুমি বিয়েতে রাজি না। কারণ সুমি সুমনকে ছাড়া আর কেউকে নিজের স্বামি হিসেবে গ্রহণ করতে পারবে না। সুমি ফোন কোরলো সুমনকে -হ্যালো সুমন -হ্যা বলো -তুমি আজ রাতে আমাকে পালিয়ে নিয়ে যেতে পারবে? -কেন? হঠাৎ করে কি হল? -আমার বিয়ে ঠিক হয়ে গেছে এই বলে সুমি কেঁদে দিলো। 👇 -কেঁদো...