তরমুজ না খেলে কিছু হবে না।বাট সিন্ডিকেট অসাধু ব্যাবসায়ী দের কিন্তু ঠিকি লস হবে


 বয়কট, বয়কট, বয়কট তরমুজ 
সুপারশপে দেখলাম দেশী তরমুজ ৯২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে! রাস্তায় ভেবেছিলাম কম হবে; দেখি রাস্তাতেও ৮০! মানে একটা বড় তরমুজের দাম ৮০০-১২০০ টাকা! মানা যায় এগুলো? বাজারে মালের সাপ্লাই ভালো এবং অনেক মাল আসছে। রাঙ্গাবালীর মালও এই সপ্তাহেই মার্কেটে চলে আসবে। আপাতত সবাই তরমুজ #বয়কট করলে ভালো হবে! আমিও ৪০-৫০ টাকায় দাম না নামলে এ বছর আর তরমুজ কিনছিনা! 🥱 তরমুজ না খেলে কিছু হবে না।বাট সিন্ডিকেট অসাধু ব্যাবসায়ী দের কিন্তু ঠিকি লস হবে।তারাও একটা শিক্ষা পাবে।।
#বয়কট_তরমুজ

Comments

Popular posts from this blog

পালিয়ে যাওয়া মেয়ের প্রতি বাবার চিঠি।পড়ুন একবার

ভালোবাসার গল্প । গল্প পড়ে চোখে পানি চলে এল