রিজিকের মালিক আল্লাহ।

 ♦️গ্রেট মোটিভেশন:

রিজিকের মালিক আল্লাহ।

সুন্দরবনের বাঘ একদিনে আনুমানিক ৬০ কেজি হরিণের মাংস খায়,যার বর্তমান বাজার দর আনুমানিক একলক্ষ বিশ হাজার টাকা,যদি গরু বা মহিষের মাংস খায় তারও বর্তমান বাজার দর ৫০/৬০ হাজার টাকা। 

অথচ বাঘের কোন ইনকাম নাই, 

কোনো চিন্তাও নাই। 


কিন্তু আপনি ভাত খান ২৫০ গ্রাম!

তার জন্য আপনি​ চুরি করেন,সুদ খান,ঘুষ খান,অন্যের হক নষ্ট করেন। আরো কত কী...

​আপনার একাউন্টে অনেক টাকা,আপনার শরীরে অনেক রোগ,আপনার সন্তানেরা কথা শুনে না ,আপনার অনেক দুশ্চিন্তা। বাঘ চিন্তা করে আজকে কি খাবো! আপনি চিন্তা করেন আগামি ২০ বছর কি খাবো….

আল্লাহ আমাদের কে সঠিক জ্ঞান দান করুক।

Comments

Popular posts from this blog

পালিয়ে যাওয়া মেয়ের প্রতি বাবার চিঠি।পড়ুন একবার

ভালোবাসার গল্প । গল্প পড়ে চোখে পানি চলে এল