Posts

Showing posts from March, 2024

রিজিকের মালিক আল্লাহ।

 ♦️গ্রেট মোটিভেশন: রিজিকের মালিক আল্লাহ। সুন্দরবনের বাঘ একদিনে আনুমানিক ৬০ কেজি হরিণের মাংস খায়,যার বর্তমান বাজার দর আনুমানিক একলক্ষ বিশ হাজার টাকা,যদি গরু বা মহিষের মাংস খায় তারও বর্তমান বাজার দর ৫০/৬০ হাজার টাকা।  অথচ বাঘের কোন ইনকাম নাই,  কোনো চিন্তাও নাই।  কিন্তু আপনি ভাত খান ২৫০ গ্রাম! তার জন্য আপনি​ চুরি করেন,সুদ খান,ঘুষ খান,অন্যের হক নষ্ট করেন। আরো কত কী... ​আপনার একাউন্টে অনেক টাকা,আপনার শরীরে অনেক রোগ,আপনার সন্তানেরা কথা শুনে না ,আপনার অনেক দুশ্চিন্তা। বাঘ চিন্তা করে আজকে কি খাবো! আপনি চিন্তা করেন আগামি ২০ বছর কি খাবো…. আল্লাহ আমাদের কে সঠিক জ্ঞান দান করুক।

তরমুজ না খেলে কিছু হবে না।বাট সিন্ডিকেট অসাধু ব্যাবসায়ী দের কিন্তু ঠিকি লস হবে

Image
 বয়কট, বয়কট, বয়কট তরমুজ  সুপারশপে দেখলাম দেশী তরমুজ ৯২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে! রাস্তায় ভেবেছিলাম কম হবে; দেখি রাস্তাতেও ৮০! মানে একটা বড় তরমুজের দাম ৮০০-১২০০ টাকা! মানা যায় এগুলো? বাজারে মালের সাপ্লাই ভালো এবং অনেক মাল আসছে। রাঙ্গাবালীর মালও এই সপ্তাহেই মার্কেটে চলে আসবে। আপাতত সবাই তরমুজ #বয়কট করলে ভালো হবে! আমিও ৪০-৫০ টাকায় দাম না নামলে এ বছর আর তরমুজ কিনছিনা! 🥱 তরমুজ না খেলে কিছু হবে না।বাট সিন্ডিকেট অসাধু ব্যাবসায়ী দের কিন্তু ঠিকি লস হবে।তারাও একটা শিক্ষা পাবে।। #বয়কট_তরমুজ

বেইলি রোডের আগুনে অভিনেত্রী নাদিয়ার বান্ধবীর মৃত্যু, আবেগাপ্লুত হয়ে যা বললেন তিনি

Image
  অন্যদিকে, আজ শুক্রবার (১ মার্চ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বরাত দিয়ে র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, রেস্তোরাঁ করার অনুমোদন ছিল না বলে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।